মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর উপজেলা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সূতিকাগার হিসাবে খ্যাতি অর্জন করলেও স্বাধীন উত্তর দীর্ঘ সময়ে অত্র এলাকার উচ্চ শিক্ষার তেমন কোন প্রসার ঘটেনি। শিক্ষা বিস্তারের দিক দিয়ে মেহেরপুর একটি পশ্চাৎপদ জেলা। এ জেলার অন্যান্য উপজেলা অপেক্ষা মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন ও তৎসংলগ্ন এলাকাবাসী শিক্ষায় অনগ্রসর। উচ্চ শিক্ষা লাভের নূন্যতম সুযোগ না থাকায় শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে না। মহাজনপুর থেকে মেহেরপুর সরকারি কলেজ ও দারিয়াপুর অবস্থিত মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের দূরত্ব যথাক্রমে ১৬ও ১৩ কি.মি.প্রায়। অত্র এলাকার গরীব শিক্ষার্থীদের পক্ষে এতদূর যেয়ে লেখাপড়া করা সম্ভব হয় না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষানীতিতে সর্বস্তরে সমশিক্ষা বাস্তবায়ন অন্যতম উদ্দেশ্য।
তাই শিক্ষানীতিতে এলাকার গরীব ও দুঃখী মানুষের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভের জন্য একটা কলেজ অবশ্যই প্রয়োজন। এতদুদ্দেশ্যে সর্বসম্মতিক্রমে একটা কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়।
২০০০ সালে মহাজনপুর গ্রামে মহাজনপুর মহাবিদ্যালয় নামে কলেজটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি ২০১০ সালে এম.পি.ও ভূক্তির আওতায় আসে। বর্তমানে কলেজটির বয়স প্রায় ২৩ বছর।
ভৌগলিক পটভূমি / অবস্থান : কলেজটি মেহেরপুর আটকবর মহাসড়কের পশ্চিমপাশে....আরও পড়ুন
মহান মুক্তিযুদ্ধের স্বৃতি বিজড়িত মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে মহাজনপুর মহাবিদ্যালয়টি অবস্থিত। পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার লক্ষে স্বনির্ভর দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানব সম্পদ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ২০০০ সালে এই মহাবিদ্যালয়টি যাত্রা শুরু করেছিল। এ পর্যায়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি অত্র মহাবিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মহাজনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম
বাগবুল ইসলাম বাবলুকে । আমি আরো স্মরণ করছি এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান আছে সেই অত্র এলাকার আপামর জনসাধারণকে । সেই থেকে এই মহাবিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে চলেছে। মহাবিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক হওয়ায় বর্তমানে এখানে প্রায় ৪৫০ ছাত্র/ছাত্রী পড়ালেখা করছে। মহাবিদ্যালয়ের নিষ্ঠাবান শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীদের তত্বাবধানে কলেজটি অধিকতর সুষ্ঠ ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি প্রতিষ্ঠানে সুদর্শন চারতলা একটি আইসিটি ভবন নির্মিত হয়েছে।
তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্ব আজ আমাদের আপন মুঠোয় দৃশ্যমান। মানুষ তার শত ব্যস্ততার পরও এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করে। সেই সুবাদে বিশ্বায়নের যে কোন প্রান্তে যোগাযোগের মাধ্যম হচ্ছে প্রাতিষ্ঠানিক একটি ডায়নামিক ওয়েব সইট। যেখানে সন্নিবেশিত থাকবে প্রতিষ্ঠানের অতীত-বর্তমান, ছোট-বড় প্রয়োজনীয় সকল তথ্য। স্ব-স্ব প্রতিষ্ঠান / সংস্থা একে অপরের সেতু বন্ধন হিসেবে তথ্য বিনিময়ের কাজ করবে। আমি আশা করি অত্র প্রতিষ্ঠানের ডায়নামিক ওয়েব সাইটটি সর্ব স্তরের চাহিদা পুরনে কার্যকর হবে। কলেজের পূর্ণাঙ্গ ওয়েব সাইট বাস্তবায়ন করতে যারা প্রতক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করেছেন তাদের সহ যারা ওয়েব সাইটটি ভিজিট করবেন তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
Students
Teachers
Staff
H.S.C. Students